সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) দুটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আইবিএ ভবনে ‘শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব’ ও ‘আইবিএ কম্পিউটার ল্যাব’ নামের ল্যাব দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে ১০টি কম্পিউটার এবং আইবিএ-এর নিজস্ব অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাবে ২০টি কম্পিউটার আছে। কম্পিউটারগুলিতে উচ্চগতির ইন্টারনেট সংযোগও দেয়া হয়েছে।
ল্যাব দুটি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এমএ বারী, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান এবং আইবিএর বোর্ড অব গভর্নেন্সের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিএ পরিচালক প্রফেসর মু. রফিকুল ইসলাম।