রাবিতে ‘ শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা ১৪৩১’ শুরু

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে ‘শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা ১৪৩১’। ক্যাম্পাস বাউলিয়ানা আয়োজিত উৎসবটি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে আয়োজিত এই মেলায় রয়েছে পিঠা-পুলি মেলা, নানান পণ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সংগীত দলগুলোর পরিবেশনার পাশাপাশি দেশসেরা ফোক, বাউল ও কাওয়ালি শিল্পীদের গান দর্শকদের মুগ্ধ করবে।

উৎসবের কনভেনর এস. কে. হৃদয় বলেন, এই আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। আমরা এ উৎসবের মাধ্যমে সবাইকে মিলিত হওয়ার আহ্বান জানাই। এই আয়োজন রাজশাহী অঞ্চলের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিয়্যাল স্টার প্রোপার্টিজ নিবেদিত এই আয়োজনটিতে সার্বিক সহযোগীতায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Exit mobile version