রাবিতে সমকাল নাট্যচক্রের ৪২ বছরপূর্তি উদযাপন

আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


নানা আয়োজনে ৪২ বছরপূর্তি উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্য সংগঠন সমকাল নাট্যচক্র। শনিবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে দিবসটি উদ্বোধন করা হয়।

নাট্যচক্রের সভাপতি জেসমিন আক্তার জেবার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকাল নাট্যচক্রের প্রতিষ্ঠাতা মোস্তাগিসুর রহমান বাবু। এ সময় সমকাল নাট্যচক্রের উপদেষ্টা পরিষদের সদস্য মোতাহার হোসেন জামিল ও সমকাল নাট্যচক্রের আজীবন সদস্য আজমল হুদা মিঠুসহ সংগঠনের নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির দায়িত্বশীলরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৩ নভেম্বর থেকে তিনদিনব্যাপী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পথনাট্যোৎসবের আয়োজন করা হয়। আয়োজনের শেষ দিনে আজ ৪২ বছরপূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘ক্ষয়’ নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২৫ নভেম্বর ‘নাটক শাণিত হচ্ছে, শোষকেরা সাবধান’ স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সমকাল নাট্যচক্রের যাত্রা শুরু হয়।