রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি আদেশে আগামী এক বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত দুই সহকারী প্রক্টর হলেন- এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম কনক পারভেজ ও ফলিত গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হামিদুল ইসলাম।
আদেশ অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্তরা মাসিক আড়াই হাজার টাকা সম্মানী এবং ভাড়ামুক্ত বাসার সুবিধা পাবেন।