রাবিতে সোমবার থেকে শুরু হচ্ছে ‘আনর্ত’ নাট্যমেলা

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ


রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী আনর্ত নাট্যমেলা। সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মেলার উদ্বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সোমবার শুরু হয়ে মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। থিয়েটার পত্রিকা ‘আনর্ত’ এই মেলার আয়োজন করছে। শনিবার (২৬ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২টায় আনর্ত আঙিনায় এক সংবাদ সম্মেলনে আনর্তের সম্পাদক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু এসব তথ্য জানান।

লিখিত বক্তব্যে অধ্যাপক রহমান রাজু জানান, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনের আনর্ত আঙ্গিনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান-প্রামানিক, লিয়াকত আলী-লাকী প্রমুখ উপস্থিত থাকবেন।

তিনি আরো জানান, মেলার অনুষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনের ‘আনর্ত আঙ্গিনা’, কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও টিএসসিসিতে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে, নাটক, নাটকের গান, নাট্য-আডডা, বৈঠক, নাট্য-উপকরণ প্রদর্শনী, বইয়ের দোকান এবং রাজশাহী বিভাগীয় নাটকের উল্লেখযোগ্য দলসমূহের স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি ভেন্যুতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।