মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
বহ্নিশিখা-গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট ইন ডেইলি লাইফ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের ৩১১ নম্বর রুমে সকাল ১০ টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা রুমী। তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের বহুবিধ মানসিক চাপ নিরসনে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিভিন্ন শিক্ষার্থীদের সমস্যার কথা শুনে পরামর্শ প্রদান করেন।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মর্জিনা বেগম, অধ্যাপক ড. ফারাহা নওয়াজ এবং গ্রীন ভয়েস-এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির।
বহ্নিশিখা, রাবি’র আহবায়ক তুহিনা প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উক্ত সেমিনারে মাহিন আলমের সভাপতিত্বে এবং আহসান হাবিব ও সাদিয়া ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাবি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বহ্নিশিখার সদস্য সচিব সামিয়া সুলতানা, প্রান্ত, সাকিব, রিয়া, রেজাউল, জয়ন্ত সহ প্রায় দুইশত শিক্ষার্থী।