রাবি প্রতিবেদক:
শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। দাবি আদায়ে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতনের অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। বিকেল পৌনে ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের ভবনের গেটে অবস্থান নিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।
আন্দোলনকারীরা বলছেন, সারাদেশ যখন আমার ভাইয়ের রক্তে রঞ্জিত, তখন আমরা ঘরে ফিরতে পারিনা। আমরা হল বন্ধের সিদ্ধান্ত মানি না। অবিলম্বে এই ছুটি প্রত্যহার করতে হবে। এছাড়া আমরা আমাদের অবস্থান থেকে সরবো না।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল সকল ধরনের ছাত্র রাজনীতিমুক্ত থাকতে হবে এবং ছাত্রলীগের অস্ত্রপাতি উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের কোনো ধরনের মামলা না হয় তা নিশ্চিত করতে হবে, হলের সিট ফাঁকা থাকা সাপেক্ষে একদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হলে তুলতে হবে এবং ছাত্রলীগের দখলকৃত সিট গণরুমে পরিণত করতে হবে।
এর আগে, সকাল ১০টা থেকে কোটা আন্দোলনে হামলার প্রতিবাদ ও হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একটি অংশ শহিদ হবিবুর রহমান হলের ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি করে অস্ত্র পেলে সেখানে ভাঙচুর করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পাঁচ দফা দাবিতে প্রশাসন ভবন অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।