রাবির অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন পরিচালক সাজ্জাদুর রহিম

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস অফ দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম। সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রোববার উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাঁকে এ নিয়োগ দেন। রোববারই নিজ দায়িত্বে যোগদান করেছেন তিনি। উক্ত দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

মুহাম্মদ সাজ্জাদুর রহিম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৯৯ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও ২০০৬ সালে জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয় থেকে এম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০২ সালে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০২৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এপর্যন্ত তাঁর ৩৫টির অধিক প্রবন্ধ, সম্পাদিত গ্রন্থের অধ্যায় ও কনফারেন্স পেপার প্রকাশিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version