রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

আপডেট: জুলাই ১১, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ জিয়াউদ্দিন (৭৫) বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১০টায় ক্যাম্পাস সংলগ্ন তালাইমারীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মনোবিজ্ঞান শিক্ষা ও গবেষনায় ড. জিয়াউদ্দিনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ড. সৈয়দ মোহাম্মদ জিয়াউদ্দিন ১৯৯১ সালে রাবি মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বাদ জোহর হেতম খাঁ গোরস্থান মসজিদে মরহুমের নামাযে জানাযা শেষে সেখানেই তাঁকে দাফন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version