রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

আপডেট: জুলাই ১৮, ২০২৪, ৩:১২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. শাহ আলমের (৮০) মৃত্যুতে (ইন্না … রাজিউন) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় ড. মো. শাহ আলমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, ড. মো. শাহ আলম বুধবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকার উত্তরায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। বুধবার বাদ জোহর উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

ড. শাহ আলম ১৯৭০ সালে রাজশাহী বিশ^বিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন ও পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০০৯ সালে অবসরগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিভাগীয় সভাপতি ও হল প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্যসংখ্যক মাস্টার্স, এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন।#

এ বিভাগের অন্যান্য সংবাদ