রাবির অবসরপ্রাপ্ত অফিসারদের বিদায় সংবর্ধনা

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫ ও ২০১৬ সালে অবসরপ্রাপ্ত অফিসারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাবি অফিসার সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
অনুষ্ঠানে উপাচার্য অবসরপ্রাপ্ত অফিসারদের স্মারক উপহার প্রদান করেন। উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কর্মকা-ে অবসরপ্রাপ্ত অফিসারদের অবদান স্মরণ করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উপাচার্য নবীন প্রজন্মের অফিসারদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকা-ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সমিতির সভাপতি ডা. মাসিউল আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. মো. শামীম হোসেন স্বাগত বক্তৃতা করেন। এছাড়া অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. ফজলুল হক ও সমিতির কোষাধ্যক্ষ মোক্তাদির হোসেন বক্তৃতা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক একে এম নজরুল ইসলাম ও যুগ্মসম্পাদক মো. জাকিরুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ