বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মাসউদ আখতারকে ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ (আইইওএল) এর পরিচালক নিয়োগ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে এই নিয়োগ দেন বলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অধ্যাপক মাসউদ আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি নয়াদিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছকনন।
ড. মাসউদ আখতার ফুলব্রাইট স্কলার-ইন-রেসিডেন্স হিসেবে যুক্তরাষ্ট্রের রেজিস কলেজ, ম্যাসাচুসেটস-এ গবেষণা ও শিক্ষকতা করেছেন (২০১৮-২০১৯)। তাঁর ৩টি গবেষণা গ্রন্থ ও ৪০টি প্রবন্ধ দেশ-বিদেশে জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি রিসার্চ জার্নালে সম্পাদক ও রিভিউয়ার হিসেবে কাজ করেছেন। আমেরিকার সাউথ এশিয়ান রিভিউ জার্নালে প্রকাশিত প্রবন্ধের জন্য তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ড-২০১১ লাভ করেন। তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি এমফিল ও পিএইচডি থিসিস তত্ত্বাবধান করেছেন।
প্রফেসর মাসউদ আখতার পরিচালকের দায়িত্ব পালনে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।