রাবির আইন বিভাগের মানোন্নয়নে সংস্কার পরিষদ গঠন

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ


রাবি প্রতিনিধি :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মানোন্নয়নের জন্য সংস্কার করার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। এজন্য একশত বিশ সদস্যবিশিষ্ট ‘আইন বিভাগ সংস্কার পরিষদ’ গঠন করেছে তারা। সোমবার (২ সেপ্টেম্বর) একটি ঘোষণাপত্রের মাধ্যমে এই পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়, সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলুপ্তি ঘটেছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী আগামীর স্বনির্ভর বাংলাদেশ হবে বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি ও অপরাজনীতি মুক্ত এবং ছাত্র- জনতার মুক্তির রূপরেখা হবে আগামীর জাতি গঠনের অন্যতম বুনিয়াদ। বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান হবে আগামীর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটপরিবর্তনের চারণভূমি।

ঘোষণাপত্রে আরও বলা হয়, পটপরিবর্তনের এই সন্ধিক্ষণে আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সংস্কার সাধন, শিক্ষা-গবেষণার অভূতপূর্ব মান উন্নয়ন এবং কাঙ্ক্ষিত রূপকল্পের মাধ্যমে একটি অত্যাধুনিক আইন বিভাগ নির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাই, আমরা আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা একশত বিশ সদস্য বিশিষ্ট আইন বিভাগ সংস্কার প্রস্তাব পরিষদ গঠনের ঘোষণা প্রদান করছি।

পরিষদের গঠন ও কার্যাবলি বিষয়ে ঘোষণাপত্রে বলা হয়, এই পরিষদের গঠন গণপরিষদ প্রকৃতির। প্রতি ব্যাচ থেকে বিশজন করে নির্বাচিত মোট একশত বিশজন প্রতিনিধি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করবে।

নিয়মিত অধিবেশনের মাধ্যমে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভাগকে যুগোপযোগী করতে, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অধিকতর কল্যাণকর এবং সর্বোপরি বিভাগকে বিশ্বের সেরা আইনশিক্ষা প্রতিষ্ঠানগুলির সমকক্ষ হিসেবে প্রতিষ্ঠার নিমিত্তে এই পরিষদ নির্বাচিত প্রতিনিধি কর্তৃক প্রস্তাবিত সংস্কারগুলি বিভাগের সাথে সহযোগীতাক্রমে গ্রহণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে সর্বতোভাবে বদ্ধপরিকর থাকবে। গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শেষে পরিষদটি বিলুপ্ত ঘোষণা করা হবে।