রাবির আরও ৬ হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচটি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাদের নিয়োগ দেন বলে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
নবনিযুক্ত প্রাধ্যক্ষরা হলেন- শেরে বাংলা ফজলুল হক হলে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, মাদার বখ্শ হলে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী, শহীদ জিয়াউর রহমান হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবার রহমান।

এচাড়া, মন্নুজান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোছা. আশিয়ারা খাতুন, রোকেয়া হলে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাবিনা সুলতানা এবং রহমতুন্নেসা হলে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোছা. ইসমত আরা বেগম।

এর মধ্যে অধ্যাপক শরীফুল ইসলাম ঢাবি থেকে স্নাতকোত্তর এবং রাবি থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তিনি পিএইচডি করেননি। তার গবেষণায় আগ্রহের বিষয় মানবাধিকার, শিশু অধিকার ও জনস্বাস্থ্য।

অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহদি রাবি থেকে ২০০১ সালে স্নাতক, ২০০২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ২০১১ সালে জাপানের রুকইয়ুস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ২০১৫ সালে চিনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। জীববৈচিত্র্য এবং স্বাস্থ্য পরিসংখ্যানসহ বেশ কয়েকটি বিষয়ে গবেষণায় আগ্রহী তিনি।

অধ্যাপক আশিয়ারা খাতুন রাবি থেকেই স্নাতকোত্তর এবং ১৯৯৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর বেশি তথ্য জানা যায়নি।
অধ্যাপক ড. সাবিনা সুলতানা রাবি থেকে ২০০১ সালে স্নাতক, ২০০২ সালে স্নাতকোত্তর এবং ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. মোছা. ইসমত আরা বেগম এবং অধ্যাপক ড. মাহবুবার রহমানের শিক্ষাগত যোগ্যতার কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়নি।

এদিকে নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ সোমবারই নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। উল্লেখ্য, হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর ৪ টি হলে এবং ৮ সেপ্টেম্বর ২টি হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।