বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ল মো. হুমায়ুন কবীর।
উদ্ভিদ বিজ্ঞান উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান বক্তব্য দেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম কবীর।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাবির জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. গোলাম মর্তুজা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ.টি.এম নাদেরুজ্জামান, কৃষি মন্ত্রণালনের প্রাক্তণ সচিব শ্যামল কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম।
এর আগে সকাল ১০ টায় স্যার জগদীস চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি আনন্দর্যালী নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়।