মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দফতরের প্রশাসক ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। গত রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বিশেষ ক্ষমতাবলে এসব পদে নিয়োগ দিয়েছেন।
গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বলেন, ‘জনসংযাগ দফতরের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এবং পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ পেয়েছেন বিশ^বিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাবুল ইসলাম। দায়িত্বপ্রাপ্তরা সোমবার সকালে নিজ নিজ পদে কাজ শুরু করে দিয়েছেন।’
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৩ আগস্ট পদত্যাগপত্র দেন পরীক্ষা নিয়ন্ত্রক আসাবুল হক। এরপর রোববার (১৩ আগস্ট) জনসংযোগ প্রশাসক পদ থেকে অধ্যাপক মশিহুর রহমান অব্যাহতি চেয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান নিয়োগের পর কোনো নিদের্শনা ছাড়াই রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগার প্রশাসক, কলেজ পরিদর্শক, প্রক্টর, জনসংযোগ প্রশাসক ও সর্বশেষ গত মঙ্গলবার ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন। তবে এখনও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার পদটি শূন্য রয়েছে।