শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
মুক্ত সাংস্কৃতিক চর্চা প্রসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের বটতলায় আধুনিক মুক্তমঞ্চ নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে একথা বলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো নামমাত্র মূল্যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠান করতে পারবে। এছাড়াও পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণেও কাজ চলছে। খুব শিগগিরই এসব বাস্তবায়ন করা হবে।’
আলোচনাকালে ছিলেন অনুশীলন নাট্যদলের উপদেষ্টা-নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম, সাধারণ-সম্পাদক তোফায়েল আহমদ তোফা, অনুশীলন নাট্যদলের সাধারণ-সম্পাদক রাকিবুল ইসলাম প্রমূখ।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ক্যাম্পাসের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক সংগঠন। যারা ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে সাংস্কৃতিক আন্দোলন করে থাকে। দীর্ঘদিন ধরেই সংগঠনটি ক্যাম্পাসে সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশ ঘটার লক্ষ্যে পূর্ণাঙ্গ টিএসিসি নির্মাণের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে আজকে টিএসসিসির বটতলায় উন্মুক্ত মুক্তমঞ্চ নির্মাণ ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নামমাত্র মূল সাংস্কৃতিক অনুষ্ঠান করার দাবি জানান সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চায় কাজ করছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সুষ্ঠু ধারার সাংস্কৃতি চর্চাকারী একজন কর্মী সৎ, দক্ষ ও মানবতাবাদী হয়। জোটের এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা প্রত্যাশা করি, দ্রুতই এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রশাসন ক্যাম্পাসের সাংস্কৃতিক অগ্রযাত্রা তরান্বিত করবেন।