বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন কলেজ পরিদর্শক ও পরিবহণ দপ্তরে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।নবনিযুক্ত পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক সরকার ও নবনিযুক্ত (ভারপ্রাপ্ত) কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম দুজনই পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক।
এর মধ্যে ড. আব্দুর রাজ্জাক সোমবারই দায়িত্বে যোগ দিয়েছেন। দায়িত্বে যোগদানকালে পরিবহণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। দায়িত্বে যোগদানের পর পরিবহণ দপ্তরের প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক সরকার রাবির পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ ও ২০০২ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে তিনি জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে তিনি ১টি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন এবং বর্তমানে ২টি পিএইচডি ও ২টি এমফিল গবেষণা তত্ত্বাবধান করছেন।
অন্যদিকে নবনিযুক্ত কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এফ নজরুল ইসলামও সোমবারই দায়িত্বে যোগদান করেন। দায়িত্বে যোগদানকালে কলেজ পরিদর্শন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। যোগদানের পর কলেজ পরিদর্শক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অধ্যাপক এফ নজরুল ইসলাম রাবির পদার্থবিজ্ঞান থেকে ১৯৮৭ ও ১৯৮৮ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কমনওয়েলথ ফেলোশিপে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় ও জেএসপিএস ফেলোশিপে জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সম্পন্ন করেন। তাঁর ২৪টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ১টি পিএইচডি, ২টি এমফিল ও উল্লেখযোগ্যসংখ্যক স্নাতকোত্তর গবেষণা তত্ত্বাবধান করেছেন।