রাবির প্রথমবর্ষের ক্লাস শুরু

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথমবর্ষের ক্লাস গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগেই পরিচিতি ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
নিজ নিজ বিভাগীয় সভাপতিদের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষকদের পাশাপাশি বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীরাও নানা আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। গতকাল মঙ্গলবার পরিচিতি ক্লাস এবং আজ বুধবার থেকে প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে দুপুর ১২টায় দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় টেন্টে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ