মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নূরুল মোমেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাদের নিয়োগ প্রদান করেন। এ দিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জাদুঘর ও সিসিডিসি’র নবনিযুক্ত দুই পরিচালক সোমবারই তাঁদের দায়িত্বে যোগ দিয়েছেন। এসময় তারা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৩ ও ১৯৮৪ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে তিনি রাবি থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি প্রভাষক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন ও ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
তাঁর ৬টি গবেষণাগ্রন্থ, ১০টি গ্রন্থের অধ্যায়, ৩৫টি প্রবন্ধ এবং ১৬টি অন্যান্য প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে ৪টি পিএইচডি ও ১টি এমফিল গবেষণা সম্পন্ন হয়েছে এবং ১টি এমফিল ও ২টি পিএইচডি গবেষণা তত্ত্বাবধান চলমান রয়েছে।
অন্যদিকে সিসিডিসি’র নবনিযুক্ত পরিচালক অধ্যাপক নূরুল মোমেন রাবির লোক প্রশাসন বিভাগ থেকে ১৯৯৯ ও ২০০০ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে তিনি নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ২০১৩ সালে ইতালির সেইন্ট এন্না স্কুল অব এডভান্সড স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি প্রভাষক হিসেবে লোক প্রশাসন বিভাগে যোগ দেন ও ২০১৯ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বিভাগের বর্তমান সভাপতির দায়িত্বেও রয়েছেন।
তাঁর ৩টি গবেষণাগ্রন্থ, ৩৮টি গ্রন্থের অধ্যায়, ২৫টি প্রবন্ধ ও অন্যান্য প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে ১টি পিএইচডি ও ১টি এমফিল গবেষণা সম্পন্ন হয়েছে এবং ১টি এমফিল গবেষণা চলমান রয়েছে।