রাবির শহীদ সোহরাওয়ার্দী হলে নতুন প্রাধ্যক্ষ ড. আরিফুল ইসলাম

আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন দর্শন বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি এ পদে যোগদান করেন।

এসময় নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, হলে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখব। যথাযথ নিয়ম মেনেই হলে শিক্ষার্থীরা সিট বরাদ্দ পাবে। কোন ধরণের বৈষম্য থাকবে না। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ড. আরিফুল ইসলাম ২০০৪ সালে প্রভাষক হিসেবে দর্শন বিভাগে যোগদান করেন এবং ২০১৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১২ সালে তিনি ‘বার্ট্র্যান্ড রাসেলের সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারা এবং এর বর্তমান প্রাসঙ্গিকতা’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়া তাঁর দর্শন শাস্ত্রে ডজন খানেক গবেষণা প্রকাশনা রয়েছে।

যোগানকালে সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, দর্শন বিভাগের অধ্যাপক আক্তার আলী ও অধ্যাপক আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ