রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাদের নিয়োগ প্রদান করেন। এ দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদ।
নিয়োগপ্রাপ্তরা হলেন- ইসলামিক সৃটাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম, এগৃরোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আতাউল্লাহ, উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এবং ফিসারিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ জুয়েল।