রাবির সাংবাদিকতা বিভাগ || সান্ধ্য মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায়-বরণ অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২১, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্স কোর্সের (ইএমএসএস) শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিভাগের ১২৩ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের ইএমএসএস-এর তৃতীয় ব্যাচের বিদায় ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পা-ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফায়জার রহমান, বিভাগের সহযোগী অধ্যাপক ও বিদায়ী ব্যাচের কোঅর্ডিনেটর খাদেমুল ইসলাম, অ্যালামনই অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুর রহমান বিলু প্রমূখ।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতা করেন বিদায় বরণ ও সম্মিলনের আহ্বায়ক আশরাফুল ইসলাম বাবু। পরে অতিথিরা বিদায়ী ব্যাচের  উদ্যেগে প্রকাশিত স্মরণিকা ‘সপ্তর্ষি’র মোড়ক উন্মোচন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ