রাবির সাথে ম্যাংগো টেলিসার্ভিসেস এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ

চতুর্থ শিল্পবিপ্লবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের অংশ হিসেবে রাবির সাথে ম্যাংগো টেলিসার্ভিসেস এক সমঝোতা স্মারক স্বাক্ষর করে


রাবি প্রতিবেদক:চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে ম্যাংগো টেলিসার্ভিসেস এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এক আয়োজনে এই সমঝোতা স্মারকে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও ম্যাংগো টেলিসার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এসময় রাবির অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক শীতাংশু কুমার পালসহ বিভাগের শিক্ষকরা, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান, ম্যাংগো টেলিসার্ভিসেস এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা এবং ম্যাংগো টেলিসার্ভিসেস এর গবেষক ও কারিগরি পেশাজীবীরা একে অপরের প্রতিষ্ঠানে ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ের বিভিন্ন শাখায় ব্যবহার্য সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, কার্টোগ্রাফি ও জিআইএসনির্ভর মাস্টার প্ল্যান প্রণয়ন ইত্যাদি ক্ষেত্রে একক বা যৌথভাবে গবেষণা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সফটওয়্যার তৈরি ইত্যাদি বিষয়ে কাজ করতে পারবে। ম্যাংগো টেলিসার্ভিসেস প্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি প্রদান করবে। এছাড়া ভবিষ্যতে যোগ্য শিক্ষার্থীদের ম্যাংগো টেলিসার্ভিসেস এর প্রকল্পসমূহে কর্মসংস্থানেরও ব্যবস্থা করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ