সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, রবিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি ও প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে কাজ করতে আগ্রহ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিআরআইসিএম’র মহাপরিচালক ড. মালা খান স্মারকে স্বাক্ষর ও তা বিনিময় করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল- ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিবসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।