সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ কর্মচারী ও ভোজনালয় শ্রমিকদের মাঝে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান সাধারণ কর্মচারী ও ভোজনালয় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সেখানে প্রসঙ্গেক্রমে তাঁরা উল্লেখ করেন তীব্র শীত লাঘবের জন্য তাদের এই শীতবস্ত্র প্রদান করা হলো। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সাধারণ কর্মচারী ও ভোজনালয় শ্রমিকগণ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবে।
আগামীতেও দায়িত্ব পালনে তাদের সমস্যা লাঘবে আরো কিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা আছে বলেও তাঁরা উল্লেখ করেন।