রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এম এ রকীবের মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার সকালে ঢাকার উত্তরায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
তাারা প্রফেসর রকীবের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রফেসর ড. এম এ রকীব (৮৭) দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালনের আগে তিনি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং বৃটেন ও পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে চাকরি করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন শেষে তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।