রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট: মার্চ ১১, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা এগারোটার দিকে বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপস্থিতির ভিত্তিতে ‘সি’ ইউনিটের বিজ্ঞান গ্রুপে পাসের হার ৪৬ শতাংশ এবং অবিজ্ঞান গ্রুপে ৮০.৬ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) বিজ্ঞান গ্রুপের আবেদনকারী ছিল ৭৪ হাজার ৫৭৭ জন। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ১১৯ জন। এরমধ্যে পাস করেছেন ২৮ হাজার ৯১ জন এবং ফেইল করেছে ৩২ হাজার ৬৫৮ জন। উপস্থিতদের মধ্যে পাসের হার ৪৬ শতাংশ। মোট আবেদনকারীর হিসেবে পাসের হার ৩৭.৭ শতাংশ। সর্বোচ্চ মার্ক পেয়েছেন ৯৬।

অবিজ্ঞান গ্রুপে মোট আবেদনকারী ছিল ১ হাজার ৭৭৮ জন। তবে, পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ৬৯৭ জন। এরমধ্যে পাস করেছেন ১ হাজার ৩৬৮ জন এবং ফেইল করেছেন ৩২৭ জন। উপস্থিতদের মধ্যে পাসের হার ৮০.৬ শতাংশ এবং আবেদনকারীর হিসেবে পাসের হার ৭৬.৯ শতাংশ। সর্বোচ্চ মার্ক পেয়েছেন ৮৭।
এছাড়া, কোটায় আবেদনকারীদের মধ্যে বিজ্ঞান গ্রুপে পাস করেছে ৪ হাজার ৮৯৭ জন। এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ১৭২ জন, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ৩ হাজার ৮১৫ জন, শারীরিক প্রতিবন্ধী ৩১৬ জন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ১৫৮ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৪৩৬ জন।

কোটায় আবেদনকারীদের মধ্যে অবিজ্ঞান গ্রুপে পাস করেছে ৪৮২ জন। এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ১২ জন, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ২৫০ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ৭৭ জন, শারীরিক প্রতিবন্ধী ৫৯ জন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ৮৪ জন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, সি ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আক্তার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডেসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ/ধফসরংংরড়হ থেকে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।#

এ বিভাগের অন্যান্য সংবাদ