রাবির ২ হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম ও সৈয়দ আমীর আলী হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত প্রাধ্যক্ষ হলেন- শাহ্ মখদুম হলে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান এবং সৈয়দ আমীর আলী হলে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ।
নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ মঙ্গলবারই নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। এসময় তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ