রাবি অধিভুক্ত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: জুন ৮, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত ১৩টি প্রকৌশল ও কৃষি কলেজ ও ইনস্টিটিউটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাবি কলেজ পরিদর্শক দপ্তরের ব্যবস্থাপনায় ও প্রকৌশল অনুষদের তত্ত্বাবধানে শনিবার (৮ জুন) এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, অনুষ্ঠিত এই পরীক্ষায় আবেদনকৃত ১১৭৩ জন ভর্তিচ্ছুর মধ্যে ৭১৮ জন অংশ নেয়।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দুপুরে পরীক্ষার নিয়ন্ত্রণ কক্ষ প্রকৌশল অনুষদ অধিকর্তার দপ্তরে যান ও পরীক্ষা অনুষ্ঠানসহ এর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোজ নেন। এসময় সেখানে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক বিমল কুমার প্রামানিক, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক এ এম শহীদুল আলম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম-সাউদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ