সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজাকে হত্যাচেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাবি শিক্ষক সমিতি এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
শনিবার (২৭ জানুয়ারি) রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
রাবি শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রুয়েটের মূল ফটকের বিপরীত পাশে রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজাকে তার গাড়ি থামিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে অধ্যাপক রেজা গুরুতর আহত হন। রাবি শিক্ষক সমিতি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
শহরের ব্যস্ততম রাস্তায় সন্ধ্যায় রাবি অধ্যাপকের উপর এই হামলা গভীর ষড়যন্ত্রের অংশ বলে রাবি শিক্ষক সমিতি মনে করে। ঘটনাটিতে উগ্রপন্থীরা জড়িত থাকতে পারে বলেও ধারণা সংগঠনটির।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যাবেলায় রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ সড়কে রাবি অধ্যাপকের ওপর এরূপ হামলায় প্রগতিশীল শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে। অধ্যাপক অপুর প্রাণনাশের এহেন প্রচেষ্টার সাথে উগ্রপন্থীরা জড়িত থাকতে পারে বলেও প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করে। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর প্রতি প্রগতিশীল শিক্ষক সমাজ আহ্বান জানাচ্ছে। এছাড়াও রাবি শিক্ষকের উপর এরূপ হামলা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানাচ্ছে প্রগতিশীল শিক্ষক সমাজ।