রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ময়েজুল ইসলাম (৬৪) মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক ড. আসমা সিদ্দিকা রাবির আইন বিভাগের শিক্ষক।
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহমুদা খাতুন অধ্যাপক ময়েজুল ইসলামের মৃত্যু নিশ্চিত করে জানান, গতবছরের নভেম্বর মাসে তিনি কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হন। এসময় দেশে চিকিৎসা করালেও সুস্থ না হওয়ায় তিনি ভারতে চিকিৎসা নিতে যান।
ভারতে দুই মাস চিকিৎসা করালেও সুস্থ না হওয়ায়, দু’দিন আগে দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন এবং আজ (শনিবার) রাত ৮:৩০ টার দিকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ড.ময়েজুল ১৯৮৫ সালে রাবির ইতিহাস বিভাগে প্রভাষক পদে যোগ দেন। পরবর্তীতে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ইতিহাস বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। এবছর জুনে অবসর গ্রহণের কথা ছিল তাঁর।