রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এসময় রুয়ার গঠনতন্ত্রের নতুন সংস্করণ অনুমোদন করা হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয়, বিশ্ববিদ্যালয়ের ও অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন এবং বেলুন-ফ্যাস্টুন উড়িয়ে সভার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এসময় উপস্থিত ছিলেন, রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এজিএম বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে এজিএম ২০২৫ বাস্তবায়ন আহবায়ক কমিটির সদস্য প্রফেসর ড. মো. ফজলুল হক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকল অ্যালামনাসকে নিয়ে দল-মত- আঞ্চলিকতা এবং সংকীর্ণতার উর্ধ্বে উঠে সার্বজনীন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (জটঅঅ) গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। অ্যালামনাই গঠনের ফলে রাবির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষনার মান উন্নায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে অ্যালামনাসগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

রাবি উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে একজন সাবেক শিক্ষার্থীর গভীর সম্পর্ক রাখা। এটির ফলে ক্যাম্পাসের পুরাতন স্মৃতিকে আবারও জাগ্রত করতে পারে একজন সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গরীব মেধাবী শিক্ষার্থী আছে যাদের জন্য কিছু করতে চাইলে সেটিও অ্যালামনাই গঠনের মাধ্যমে করার সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি ওয়ালফেয়ার করার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাস শিক্ষার্থীদের কাছে আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশন ব্যক্তিস্বার্থ থাকার কোনো সুযোগ নেই। এখানে সবাইকে দেওয়ার মনমানসিকতা রাখতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন চাইলে দেশের শ্রেষ্ঠ অ্যালামনাই অ্যাসোসিয়েশন হতে পারে। এসময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আইয়ুব আলী খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ৭শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।