শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আকতার বানু। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এই পদে নিয়োগ দেন বলে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধ্যাপক ড. আকতার বানু ইতিমধ্যে পরিচালক হিসেবে দায়িত্বে যোগদান করেছেন। এসময় তিনি দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড. আকতার বানু রাবি মনোবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৪ ও ১৯৯৫ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে রাবি থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে তিনি প্রভাষক হিসেবে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে যোগ দেন ও ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তাঁর বেশ কিছু গবেষণালব্ধ প্রবন্ধ দেশী-বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে।