রাবি আইবিএ’র নিজস্ব কারিকুলাম পুনর্বহালের দাবি শিক্ষার্থীদের

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নতুন প্রণীত কারিকুলাম বাতিল করে নিজস্ব কারিকুলাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তাদের উপর নতুন প্রণিত কারিকুলাম এর নামে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে। তারা ভর্তি পরীক্ষায় ভালো পজিশনে থেকে রাবির আইবিএ’র কারিকুলাম দেখে ভর্তি হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের কারিকুলাম এর যে পরিবর্তন এসেছে, তা তাদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। একদিকে নতুন ঘোষিত কারিকুলাম অন্যদিকে হাতে পরীক্ষার স্বল্প সময় তাদের বিপদে ফেলে দিয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনরত অবস্থায় দেখে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি বলেন, দাবি-দাওয়াগুলো নজরে নেয়া হলো। কিন্তু কতদিনের ভিতরে দাবিগুলো পূরণ করা যাবে তা নিশ্চিত করতে পারছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক প্রক্রিয়ায় তা সমাধান করা হবে।

তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থামানোর অনুরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপ-উপাচার্যের কথায় আশ্বস্ত হয়ে তাদের আন্দোলন সমাপ্তি ঘোষণা করে ডিপার্টমেন্ট এ ফিরে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ