শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাবির অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিভাগীয় সভাপতিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জ্ঞাপন করে তার দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করা হয়। উপাচার্য এজন্য তাঁদের ধন্যবাদ জানান। তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালনে তাঁদের সহযোগিতা প্রত্যাশা করলে উপস্থিত সকলে সে বিষয়ে আশ^াস প্রদান করেন।
এই সভায় রাবি চিকিৎসা কেন্দ্রের স্টোর অফিসার আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যুতে উপাচার্য শোক প্রকাশ করেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উপাচার্য নিজের হাতে আইন তুলে না নিতে সকলকে আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।#