শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
জাপানের কিউসু ইনস্টিটিউট অব টেকনোলজি’র (কেআইটি) অধ্যাপক হিরোইকি কুরাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাত করেছেন।
গতকাল রোববার সাক্ষাতকালে তারা রাবিতে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক কুরাতা রাবি ও কেআইটি’র মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণা কার্যক্রমে লিঙ্কেজ স্থাপন প্রসঙ্গেও আলোচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শামীম আহমদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, কেআইটিতে পিএইচডি গবেষণারত বাংলাদেশের শিক্ষার্থী এবিএম শামীম উল হাসান প্রমুখ।