মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশন এর ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) সাঈদ হায়দার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (ডেভেলপমেন্ট) শাহরিয়ার ইসলাম এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবেথ হাসনাইন আহমেদ।
সেখানে তাঁরা রাবি উপাচার্যের সাথে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার নানাবিধ ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়ে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।