রাবি উপাচার্যের সাথে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্যের সাক্ষাত

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ

রাবি উপাচার্যের সাথে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সৌজন্য সাক্ষাত করেন

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সৌজন্য সাক্ষাত করেন। রাবি উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাতকালে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

আগামীতে উভয় বিশ্ববিদ্যালয় যাতে পারস্পরিক আগ্রহের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে পারে সেই বিষয়ে একমত পোষণ করেন।
প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নেবার পূর্বে অধ্যাপক আশিক মোসাদ্দিক রাবি ফার্মেসী বিভাগের একজন সিনিয়র শিক্ষক ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ