সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে আবাসিক হল প্রাধ্যক্ষগণের এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় আবাসিক হলসমূহ সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বিভিন্ন বিষয়ের মধ্যে অন্যতম সিদ্ধান্ত হয় যে, হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থী যাদের পরীক্ষা চলমান রয়েছে বা ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে তাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে হল ত্যাগ করার প্রতিশ্রুতির শর্তে সাময়িকভাবে হলে অবস্থানের অনুমতি দেওয়া হবে। হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার পূর্বের সিদ্ধান্ত যথারীতি বহাল থাকবে।
আবাসিকতা কার্ড প্রদান না করা হলেও ইতোমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে বণ্টিত সিটের শিক্ষার্থীরা বৈধ আবাসিক শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। হলে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রাধ্যক্ষবৃন্দ বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। সভায় আরো সিদ্ধান্ত হয় যে, হলসমূহে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শূন্য সিট বণ্টনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রদান করা হবে।
সভায় অন্যদের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সাজ্জাদুর রহিম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।