রাবি উপাচার্য চিন সফর শেষে ফিরেছেন

আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ছয় দিনব্যাপী চিন সফর শেষে মঙ্গলবার (২৯ অক্টোবর) ক্যাম্পাসে ফিরেছেন। চিনের হংহে বিশ^বিদ্যালয়ের সেন্টার অব চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এর আমন্ত্রণে তিনি এই সফর করেন।

সফরকালে তিনি চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশন ও হংহে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কয়েকটি আলোচনা বৈঠকে মিলিত হন। সে সময় উপাচার্য হংহে বিশ^বিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব হস্তান্তর করেন। এছাড়াও শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়েও তিনি আলোচনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ