মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সেকশন অফিসার মোহাম্মদ আলীর (৪৭) মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত মোহাম্মদ আলী সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর বাজারে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দসহ উর্ধতন প্রশাসনিক কর্মকর্তাগণও অংশ নেন। পরে খোঁজাপুর গোরস্থান সংলগ্ন মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানেই তাঁকে দাফন করা হয়।