শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারির বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় নগরীর বোয়ালিয়া ও মতিহার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার মতিহার থানায় বিস্ফোরক আইনে ও বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দুটি দায়ের করে র্যাব।আটককৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবু রাজ তুহিন ওরফে সাধু (২৮) এবং তার সহযোগী সৈয়দ রিফাত রেজা ওরফে রিজু (৩০) বর্তমানে বোয়ালিয়া থানায় রয়েছে। তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আসামী দুই জনকে অস্ত্রসহ বোয়ালিয়া থানা এলাকা থেকে আটক করা হয়েছে। তাই আসামীরা বোয়ালিয়া থানায় আছে। তবে যেহেতু পরে অভিযান চালিয়ে মতিহার থানা এলাকা থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়েছে। তাই মতিহার থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। র্যাব বাদী হয়ে আটককৃত দুজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, ‘আসামীরা থানা হাজতে আছে। বুধবার দুপুরে অস্ত্র আইনে একটি মামলা করেছে র্যাব। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাবি কর্মচারী আবু রাজ তুহিন ওরফে সাধু ও রিজুকে নগরের ভদ্রা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নগরের মতিহার থানার নতুন বুধপাড়া এলাকায় সাধুর বাড়ি থেকে গুলিসহ দুইটি পিস্তল এবং ৫টি বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাধু ও তার সহযোগি রিজুকে গ্রেফতার করা হয়।