রাবি খেলোয়াড় কল্যান সমিতির নেতৃত্বে পুলক-শাহরিয়ার

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৪:২৪ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খেলোয়াড় কল্যান সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গ্রাফিক ডিজাইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান পুলককে সভাপতি ও দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. শাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মতবিনিময় করেন।

কমিটির অন্যসদস্যরা হলেন- সহ সভাপতি ফজলে রাব্বি, ফারহিন তামান্না, ফয়সাল গাজী, নিশাত তাবাসসুম, রাসেল খান, নয়ন ঘরামী, মধুমিতা চাকমা ও মাহাদী; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন, উৎপল কুমার রয়, মেহরাব হোসেন সজল, আপন সরদার, রাইয়া আমিন, জুবায়ের আহমেদ, রাসেল আহমেদ ও নারগিস খাতুন; সাংগঠনিক সম্পাদক মো সামিউল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সুমন হাসান সবুজ।

কোষাধ্যক্ষ নির্মল টুডু; ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আহমেদ; সহ ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম; প্রচার সম্পাদক কাওসার আলী; সহ প্রচার সম্পাদক মোকাররম হোসেন; দপ্তর সম্পাদক তামীম আহমেদ ও সহ দপ্তর সম্পাদক সুজন সিং।