রাবি ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

আপডেট: এপ্রিল ২, ২০১৭, ১২:৩৬ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।
মানবন্ধনে বক্তারা বলেন, মির্জা ফখরুল বলেছেন মিছিল-মিটিংয়ের সুযোগ না দেয়ায় দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তার কথায় বুঝা যায় বিএনপি জঙ্গিবাদকে মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর আগেও বিএনপি জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সমাবেশ থেকে জঙ্গিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় আগামী ৪ এপ্রিল জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সৈকত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, মামুন শেখ ও সরকার ডন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, আব্দুল মমিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ