রাবি ছাত্রলীগের সকল হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট: জুলাই ১৪, ২০২৪, ১:৫৬ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সব হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল-গালিব বলেন আমি ও আমার সভাপতি দায়িত্বে আসার আগে থেকেই হল কমিটির মেয়াদ উত্তীর্ণ  হয়েছে।  তবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারি না। ১৭টি
আবাসিক হলের অধিকাংশ নেতার পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাস আগে ত্যাগ করেছেন । হল শাখা ছাত্রলীগের
নেতা কর্মীদের মাঠ উৎফুল্ল পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলে খুব অল্প সময়ে হল সম্মেলনের ব্যবস্থা করবো ।

এ বিভাগের অন্যান্য সংবাদ