রাবি জনসংযোগ প্রশাসকের সাথে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সাথে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার মতবিনিময় সভা করেছেন।

সভায় দুপুর ২টায় প্রথম ধাপে অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, দ্বিতীয় ধাপে দুপুর ৩টায় অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, সবশেষে বিকেল ৪টায় অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। এসময় সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন জনসংযোগ প্রশাসক।

ক্যাম্পাসে সাংবাদিকতার সুষ্ঠু চর্চা ও নীতিমালা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ করার পরামর্শ দেন তিনি। সভায় সাংবাদিকবৃন্দ ক্যাম্পাসের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সঠিক তথ্য উপস্থাপন করে সংবাদ করার আশ্বাস দেন।

এসময় তিন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ৮০ জনের মতো সাংবাদিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।