রাবি বিপ্লবী ছাত্রমৈত্রী নেতা দিলীপের জামিন মঞ্জুর

আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১২:১৩ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


সামাজিক যোগাযোগ মাধম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের জেরে গ্রেফতারকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিকেলে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
দিলীপের পক্ষে জামিন আবেদনকারী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়–য়া এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রায় দুই মাস আগে জামিন আবেদন করা হয়েছিল। মামলাটি কার্যতালিকায় শেষের দিকে ছিল। সোমবার বিকেলে জামিন আবেদনের ওপর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।’
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বিষয়ে গত ২৮ আগস্ট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন দিলীপ রায়। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে দিলীপ রায়কে আটক করে পুলিশ।
আটকের পর দিলীপ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু। পরদিন দিলীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘তার জামিন হওয়ার বিষয়টা ইতিবাচক। তবে শুধুমাত্র হয়রানি করার জন্য এই মামলা দেয়া হয়েছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ