রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। ক্যাম্পাসে পৌঁছে তিনি প্রথমে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় তাঁরা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম, পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীল কর্মকাণ্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন। সেখানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, অনুষদ অধিকর্তা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে রাবি স্টেডিয়ামে রাবি বনাম রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন ও বক্তব্য রাখেন। রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।
প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে বৈশ্বম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের জন্য সামাজিক মাধ্যমের চেয়ে খেলাধুলা ও শরীরচর্চায় অধিকতর মনোনিবেশ করা আবশ্যক। সুস্থ জাতি গঠনে সুস্থ দেহ ও মনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অন্যান্য বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় কিছু সময় ব্যয় করার জন্য তিনি আহ্বান জানান।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, এই প্রীতি ম্যাচের সময় মাননীয় উপদেষ্টার উপস্থিতি নিঃসন্দেহে অংশগ্রহণকারী দুটি দলকে অনুপ্রাণিত করেছে। উপাচার্য অংশগ্রহণকারী দলগুলিকে অভিনন্দন জানিয়ে আগামীতে ক্রীড়াক্ষেত্রে এই দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে উপাচার্য উপদেষ্টাকে রাবির পক্ষ থেকে স্মারক ক্রেস্ট উপহার দেন। প্রীতি ফুটবল ম্যাচে রাবি দল ২-০ গোলে জয়ী হয়।