শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে শহীদুল্লাহ কলাভবনের ২০৩ নম্বর কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রেবেকা আসাদ। সভা সঞ্চালনা করেন রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক বক্তব্য দেন রাবি শাখার সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা ও সহ-সভাপতি মাহবুবা কানিজ কেয়া।
মতবিনিময়কালে মডারেটর ছিলেন লিগ্যাল এইড সম্পাদক আফরোজা আক্তার, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুবেল মিয়া, সনজিদা আক্তার, মৃণাল রায়, রেজওয়ান, শাকিলা, কাউসার, শামসুন্নাহার, নাজিম হোসেন প্রমুখ। শিক্ষার্থীরা স্বতস্ফূর্ত ভাবে মতবিনিময় করেন। সকলেই নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধে নরনারীর সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব বলে মত প্রকাশ করেন। উক্ত সভায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।